শরীরের কালো তিল দূর করার উপায়
অতিরিক্ত কালো তিল শরীরের সৌন্দর্য নষ্ট করে। তাই আমাদের শরীরের কালো তিল দূর
করার উপায় জানতে হবে। শরীরের কালো তিল দূর করার উপায় সম্পর্কে অনেকেই জানার
চেষ্টা করেন। তাই আজকে জানবো শরীরের কালো তিল দূর করার উপায় সম্পর্কে।
প্রাথমিক অবস্থায় শরীরের তিল অল্প পরিমাণে থাকলেও সময়ের সাথে সাথে দেখা যায়
শরীরে তিলের পরিমাণ অনেক বেড়ে যায়। এতে করে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
শরীরের অতিরিক্ত কালো তিল থেকে মুক্তির সমাধান আছে। চলুন তাহলে মূল আলোচনায় চলে
যাই।
পোস্ট সূচীপত্র | শরীরের কালো তিল দূর করার উপায়
- কালো তিল কেন হয়
- ঘরোয়া পদ্ধতিতে কালো তিল দূর করুন
- শরীরের কালো তিল দূর করার উপায়
- মুখের কালো তিল কিভাবে দূর করা যায়
- শেষ কথা
কালো তিল কেন হয়
শরীরের তিল হওয়া কোন বিশেষ রোগ নয়। তিল হতে পারে জন্মগতভাবে বা রেডিয়েশন
থেরাপির ফলে। অথবা কোন মানুষ যদি দীর্ঘদিন যাবত কোন রোগের ওষুধ সেবন করতে থাকেন
তাহলে তার শরীরের তিল হতে পারে। শরীরের কালো তিল দূর করার উপায় নিয়ে আমরা
অনেকেই চিন্তিত। আবার বয়সের সাথে সাথে কারো কারো শরীরে তিলের সংখ্যা বাড়তে
পারে। তবে তিল দেহের কোন ক্ষতি করে না।
আরো পড়ুন: টমেটোর কি কি রোগ হতে পারে
শরীরের কালো তিল দূর করার উপায় খোঁজার জন্য আমরা চুল ছেড়া বিশ্লেষণ পর্যন্ত
করে থাকি।অযথা চিন্তিত না হয়ে আমাদের জানা উচিত কালো তিল কেন হয় এবং এই তিল
শরীরে ক্ষতি করে কিনা। দেহের ত্বকের কোষ মেলানোসাইটের দলা পাকানোর ফলে সেটা
তিলে পরিণত হয় এবং এই তিলের রং লাল, কালো অথবা বাদামী রঙে হয়ে থাকে। এছাড়া
অতিরিক্ত রোদে যারা কাজকর্ম করেন বা চলাফেরা করেন তাদের শরীরেও কালো তিল হতে
পারে।
ঘরোয়া পদ্ধতিতে কালো তিল দূর করুন
শরীরে অতিরিক্ত কালো তিল থাকলে তা যেমন বিভিন্ন ক্ষেত্রে বিরক্তির কারণ তেমনি
দেহের সৌন্দর্য নিয়ে মনের মধ্যে একটা খুসখুস ভাব থেকেই যায়। শরীরের কালো তিল
দূর করার উপায় কি? এই প্রশ্নের উত্তরে আপনি চাইলে ঘরোয়া পদ্ধতিতে কালো তিল
দূর করতে পারবেন। ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ ব্যবহার করে আপনি সহজেই শরীরের কালো
তিল দূর করতে পারবেন।
পেঁয়াজে থাকে ভিটামিন সি সহ ত্বকের জন্য অতি প্রয়োজনীয় এন্টিফাঙ্গাল ও
অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যার মাধ্যমে শরীরের অতিরিক্ত কালো তিল দূর করা
সম্ভব। এর জন্য একটি পেঁয়াজের রস করে নিতে হবে এবং সেই রস তুলার সাহায্যে
তিলের ওপরে লাগাতে হবে। এভাবে কিছুদিন নিয়ম করে লাগালে কালো তিল দূর হয়।
শরীরের কালো তিল দূর করার উপায়
আপনি যদি আপনার শরীরের কালো তিল নিয়ে চিন্তায় থাকেন তাহলে এই চিন্তার কোন
কারণ নেই। কারণ আপনি অতি সহজেই শরীরের কালো তিল দূর করতে পারবেন। চলুন শরীরের
কালো তিল দূর করার উপায় সম্পর্কে আমরা বিস্তারিত জানি-
- শরীরের কালো তিল দূর করার জন্য প্রথমে আপনাকে অতিরিক্ত রোদে চলাফেরা বন্ধ করতে হবে।
- শরীরের কালো তিল বা কালো দাগ দূর করতে ভিটামিন সি খুবই প্রয়োজনীয়। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। তিল দূর করতে লেবুর রস ব্যবহার করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে।
- ওটমিলের প্যাক তৈরি করে লাগালে শরীরের কালো তিল দূর হয়। এই প্যাক তৈরি করার জন্য ওটমিলের মধ্যে দুই টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন এবং তিলের ওপর লাগিয়ে ১০ মিনিট পরে ধুয়ে ফেলুন। ভালো ফলাফল পাবেন।
- শরীরের কালো তিল দূর করার উপায় হিসেবে টক দই ব্যবহার করতে পারেন। কারণ টক দইয়ে আছে প্রোবায়োটিক উপাদান এবং ল্যাকটিক এসিড। যার ফলে শরীরের কালো তিল সহজেই দূর হয়।
- লাল টমেটোর ফেসপ্যাক বানিয়ে মুখে ব্যবহার করলে কালো তিল দূর হয়ে যায়। একটা টমেটো ব্লেন্ড করে নিয়ে তার সাথে হালকা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে ফেলুন। কিছুদিন ব্যবহারেই কালো তিল দূর হয়ে যাবে।
- রসুন শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান। রসুনের পেস্ট ব্যবহার করলে শরীরের কালো তিল দূর হয়ে যায়। রসুনের মধ্যে থাকা এনজাইম তিল দূর করে।
- শরীরের কালো তিল দূর করার উপায় হিসেবে ক্যাস্টর অয়েল তিলের উপরে লাগালে কালো তিল দূর হয়ে যায়। ক্যাস্টর অয়েল এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান কালো তিল এবং কালো দাগ দূর করে।
- আনারসের রস ব্যবহার করে শরীরের কালো তিল দূর করা যায়।
- কলার খোসায় এন্টিফাঙ্গাল ও এনজাইমেটিক উপাদান উপস্থিতির কারণে শরীরের কালো তিল দূর করা যায়।
- শরীরের যেখানে কালো তিল আছে সেখানে নিয়মিত শসা দিয়ে ঘষতে পারেন। কিছুদিন ব্যবহারে শরীরের কালো তিল দূর হয়ে যাবে।
মুখের কালো তিল কিভাবে দূর করা যায়
অনেকেরই মুখে অতিরিক্ত কালো তিল দেখা যায়। যা মুখের সৌন্দর্য নষ্ট করে।
ইতোমধ্যে আমরা জেনেছি শরীরের কালো তিল দূর করার উপায় সম্পর্কে। মুখের কালো
তিল দূর করার জন্য উপরে উল্লেখিত পদ্ধতি গুলো অনুসরণ করলেই ভালো ফলাফল পাওয়া
যাবে। শরীরের জিনগত কারণে তিল তৈরি হওয়ার কারণে তা শরীরের কোন ক্ষতি করে না।
কিন্তু চেহারায় বা মুখে যদি অতিরিক্ত থাকে তা মুখের সৌন্দর্য নষ্ট করে। তাই
মুখের কালো তিল দূর করার জন্য কিছু উপায় অবলম্বন করলেই কালো তিল দূর হয়।
মুখে তিলের ওপর নিয়মিত লেবুর রস লাগালে মুখের কালো তেল দূর হয় এছাড়া
মৌসুমী ফল যেমন টমেটো, শসা, কলা, আনারস ইত্যাদি ব্লেন্ড করে ফেসপ্যাক তৈরি
করা যায়। ফেসপ্যাক তৈরি করে মুখে লাগালে মুখের কালো তিল দূর হয়।
শেষ কথা | শরীরের কালো তিল দূর করার উপায়
প্রিয় পাঠক, এতক্ষণ আমরা আলোচনা করলাম শরীরের কালো তিল দূর করার উপায়
নিয়ে। আশা করি আমাদের আর্টিকেল এর মাধ্যমে আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে
পেরেছেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে
জানাবেন। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস ও নিত্য নতুন বিষয় সম্পর্কে জানতে
আমাদের ওয়েবসাইটটির ভিজিট করুন। ধন্যবাদ। জব আইডি ২৫৫৯১.
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url