বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস
বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস সমূহ দেখে নিতে চাইলে নিম্ন বর্ণিত, বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস সমূহ দেখতে পারেন। নিচে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন বেশ কিছু বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস, তুলে ধরা হয়েছে। আশা করি নিম্ন বর্ণিত স্ট্যাটাস গুলো আপনার অনেক ভালো লাগবে। চাইলে আপনি সেগুলো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।
পেজ সূচিপত্র: বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস
ভূমিকা
বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। এই সম্পর্ক অনেকটাই ফিকে হয়ে যায় বিবাহের পরে। কেননা যখন কোন বন্ধু বিবাহ করে তখন সে আগের মত আর সময় দিতে পারে না। সংসারের কাজে তাকে ব্যস্ত থাকতে হয়, ফলে বন্ধুত্ব ধীরে ধীরে কমে যায়। তবে সকলের ক্ষেত্রে এমনটি নাও হতে পারে।
যাই হোক কোন বন্ধু যদি বিবাহ করে তাহলে, বন্ধু হিসেবে আপনার উচিত হলো তার জন্য অন্তত একটি স্ট্যাটাস শেয়ার করা। নিচে অনেকগুলো বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হবে। সেই স্ট্যাটাস সমূহের মধ্য থেকে যে স্ট্যাটাসটি আপনার কাছে ভালো লাগবে সেটি আপনি শেয়ার করতে পারেন।
বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস
আর্টিকেলটির এই অংশে আকর্ষণীয় কিছু বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস তুলে ধরা হয়েছে। আশা করি নিম্ন বর্ণিত স্ট্যাটাস গুলো আপনার অনেক ভালো লাগবে। তো দেরি না করে আসুন দেখে নেয়া যাক, বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস সমূহ।
- বিবাহ পরবর্তী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইলো তোদের। মাঝে মাঝে বাসায় দাওয়াত করবি যাতে ভালো- মন্দ খেতে পারি। আর বাজেট নাই বলে কিপ্টামি করবি না কিন্তু। শুভ বিবাহ বন্ধু।
- তোমাদের বিয়েতে উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তো কি হয়েছে! দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি, অনেক সুখী হও।
- হাসিও ঠাট্টায় অনেকগুলো দিন পার করে এসেছি আমাদের এই বন্ধুত্ব জীবনে। কিন্তু আজকে তোর জীবনের সবচেয়ে বড় মূল্যবান একটি দিন তোর বিয়ে। এভাবেই পাশাপাশি চিরকাল সুখে থাকিস তোরা। ভালোবাসা নিস।
- বান্ধবী বিয়ে তো হয়ে গেল এখন অপেক্ষা নতুন মেহমানের আল্লাহর কাছে প্রার্থনা করি তর জন্য। এখনন তর কোন আলো করে আসুক ফুটফুটে মায়াবী একটি সন্তান যা নিয়ে কাঁদবে তোর সারাটি জীবন।
- বন্ধু তোমার বিয়ে কি উপহার দেবো বলো । হৃদয় ছাড়া দেয়ার মত আমার যে আর কিছুই নেই । তুই তো আমার অনেক আপন একজন । তোকে দেয়ার মত আমার কাছে কিছুই নেই । তোর জন্য রইলো এক বুক ভালোবাসা আর দোয়া ।
- ফুলে ফুলে ভরে যাক তোমাদের ভুবন,রং ধনুর মতো সাত রং এরাঙ্গুক তোমাদের জীবন।দুঃখ কষ্ট গুলো হারিয়ে যাক দুর অজানার দেশে।তোমাদের জীবন যেনো সুখের সাগরে ভাসে।এই কামনা করি আমি বিধাতার কাছে ।
- দীর্ঘদিন একসাথে পথ চলা, আর অনেক অনেক সৃতি মিশে আছে তোর সাথে আমার । আমার সেই প্রিয় বন্ধুটির আজ বিয়ে । সবাই তার জন্য দোয়া করবেন । সে যেন জীবনে অনেক অনেক সুখী হয় ।
- তোর মত একজন ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার । তুই আমার জীবনের এক অমূল্য সম্পদ । আজ সেই তোর বিয়ে । অনেক অনেক দোয়া আর ভালোবাসার তো জন্য । অনেক অনেক সুখী হও এই দোয়াই করি । শুভ বিবাহ ।
- আকাশের জন্য-নীলিমা, চাঁদের জন্য-পূর্নিমা,পাহাড়ের জন্য-ঝর্না,নদীর জন্য-মোহনা,আর তোমাদের জন্য-রইলো "শুভ কামনা"
- তোমাদের দেওয়া ভালোবাসার কারণে আমার জীবন থমকে দাড়িয়েছে।এমন তো কথা ছিলো না তবে কেনো।তোমরা আমার সাথে এমন করলে?জানি তোমরা আমার কথার জবাব দিতে পারবে না।তবু ও বলবো ভালো থেকো তোমরা।
সূত্র: officialbangla.com, meta-bd.com, bangla-love-sms.com, zaihok.com, tipsnetbd.com
বন্ধুর বিয়ে নিয়ে ক্যাপশন
ইতোমধ্যেই উপরে বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস সমূহ উল্লেখ করা হয়েছে। নিচে বন্ধুর বিয়ে নিয়ে ক্যাপশন উল্লেখ করা হবে। তাই আপনি যদি চান তাহলে নিম্ন বর্ণিত বন্ধুর বিয়ে নিয়ে ক্যাপশন গুলো ব্যবহার করতে পারেন।
- বিয়ের পর বাড়িতে কেউ দেখলে হাত দিয়ে দাঁড়িয়ে বস। তাহলে আমার স্বামী যদি এসে তখন তো আমার সামনে দাঁড়িয়ে বসতে হবে না!
- বন্ধুর বিয়ে নিয়ে আমার সারা পরিবার একসাথে গেছি। হাঁটাহাঁটি করছি, সারা দিন খেতে পানি পিয়ে কাজ করছি, বলতে হচ্ছে একটা বাড়ির খারাপ ব্যবস্থা আছে। আমি চিন্তা করছি, একদিন আমার বন্ধুর বিয়েও এভাবেই হবে!
- দীর্ঘদিন একসাথে পথ চলা, আর অনেক অনেক সৃতি মিশে আছে তোর সাথে আমার । আমার সেই প্রিয় বন্ধুটির আজ বিয়ে । সবাই তার জন্য দোয়া করবেন । সে যেন জীবনে অনেক অনেক সুখী হয় ।
- বন্ধু, তুমি তো কালকে থেকে বিবাহিত পুরুষ। দুঃখ রইলো মনে তোর সাথে আর কোনদিন গালগল্প হবে নারে।
- তোমরা একে অপরের হাতে হাত রেখে সারাটা জীবন কাটিয়ে দিও, সুখে থেকো আজ ও আগামী ; নবদম্পতিকে জানাই আমার ও আমার পরিবারের তরফ থেকে আন্তরিক শুভকামনা।
- আজ তোমাদের শুভ বিবাহ সম্পন্ন হলো। সামনের জীবন তোমাদের আরও শুভ হোক, তোমরা এ সমাজের জন্য শুভ বার্তা বয়ে নিয়ে এসো, এই প্রত্যাশা রাখি। অবশেষে জানাই, “শুভ বিবাহ”।
- বিবাহের শুভ রং তোমাদের জীবনকে রাঙিয়ে দিক, তোমাদের জীবন আরো মধুময় হোক! সব সময় একসাথে হাতে হাত রেখে পাশাপাশি চলো। এই কামনা ই থাকলো তোমাদের প্রতি সব সময়!
- তোমাদের বিয়েতে সরাসরি উপস্থিত থেকে আশীর্বাদ করতে পারিনি তাই দূর থেকেই তোমাদের আশীর্বাদ করি ও আন্তরিক শুভকামনা জানাই। দাম্পত্য জীবন সুখের হোক আজীবন।
- বিবাহোত্তর নবজীবনের সূত্রপাতে নব দম্পতির আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক; এই কামনা করি সর্বান্তকরণে । তোমাদের জীবনে নেমে আসুক ভালোবাসার আনন্দধারা ; হাসিখুশিতে থেকো
- প্রান প্রিয় বন্ধু আমার, তুমি আমার সুখে দুঃখে পাশে ছিলে । তোমার মত একজন বন্ধু আমার জীবনের অনেক বড় একটি পাওয়া । তোমার বিয়েতে তোমার জন্য রইলো শুভ কামনা ও অভিনন্দন । ভালো থাকো, ভালো রেখো ।
সূত্র: bongquotes.com, lipipotro.com, 24favor.com, educationblog24.com, grathor.com,
বন্ধুর বিয়ে নিয়ে কিছু কথা
বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস ও ক্যাপশন সমূহ উপরে উল্লেখ করা হয়েছে। এখানে বন্ধুর বিয়ে নিয়ে কিছু কথা তুলে ধরা হবে। আশা করি নিম্ন বর্ণিত কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন দেখে নেই, বন্ধুর বিয়ে নিয়ে কিছু কথা।
- প্রিয় বন্ধু, আজকে তোমার একটি সুন্দর এবং শুভ মুহূর্তে তোমার জন্য রইল আমার অশেষ দোয়া এবং শুভেচ্ছা। নতুন বন্ধনে আবদ্ধ হওয়ার এই সুন্দর মুহূর্তকে আরো বেশি উপলব্ধি এবং আকর্ষণীয় করে তোলোকেই মঙ্গল কামনা করি তোমাকে জানাই শুভ বিবাহের শুভেচ্ছা।
- আকাশের জন্য-নীলিমা, চাঁদের জন্য-পূর্নিমা,পাহাড়ের জন্য-ঝর্না,নদীর জন্য-মোহনা,আর তোমাদের মধ্য সদ্য বিবাহিত সুখী দম্পতির জন্য-রইলো আমার আন্তরিক "শুভ কামনা"
- এক টুকরো ভালোবাসা দিয়ে গড়ে তোলে এক বিশাল পাহাড়; যত্ন ও বিশ্বাসকে তাকে লালন কোরো অনিবার! নবদম্পতি কে জানাই আন্তরিক শুভেচ্ছা।
- নবদম্পতিকে জানাই অফুরান শুভেচ্ছা, ভালো থেকো, সুখে থেক, এই আমাদের আন্তরিক ইচ্ছা ।
- দুজনের মধ্যে পারস্পারিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই ।
- ছোট থেকে তুমি আমার সাথে সবকিছুতেই পাশে ছিলে, ভালো এবং খারাপ মুহূর্ত সবসময় একসাথে উপভোগ করেছি। আজকে তোমার এই বিবাহের সুন্দর মুহূর্তে তোমার জন্য রইল আমার অনেক দোয়া এবং শুভেচ্ছা। বিবাহিত জীবনে অনেক বেশি সুখী হও এই দোয়া করি।
- আমার প্রিয় বন্ধু, আজ তোমার জীবনের দ্বিতীয় জন্ম হলো । এতদিন তুমি ছিলে ছন্নছাড়া । আজ থেকে তুমি পেলে তোমার জীবনসঙ্গী । জীবনে অনেক অনেক সুখী হও । এই কামনা করি । সুখে কাটুক তোমার জীবন । শুভ বিবাহ ।
- বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারাজীবন তীব্র সংগ্রাম ।
সূত্র: bongquotes.com, digitalinfo24.com, dailyinfobd.com, banglastatustext.com,
শেষ কথা
আপনি যদি সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগের সাথে পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই, বন্ধুর বিয়ে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন এবং বন্ধুর বিয়ে নিয়ে কিছু কথা জানতে পেরেছেন। কেননা উপরে এই বিষয়গুলো বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। আশা করি উপরে উল্লেখিত স্ট্যাটাস ও ক্যাপশন গুলো আপনার অনেক ভালো লেগেছে। ১৬৪১৩
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url